চট্টগ্রামের এক তৃতীয়াংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
চট্টগ্রামে একটি গ্যাসের পাইপে ফুটো হয়ে যাওয়ায় বন্দরনগরীর প্রায় এক তৃতীয়াংশ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। নির্মাণকাজ চালাতে গিয়ে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গতকাল বিকেল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় চুলায় আগুন জ্বলছে না।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খায়েজ আহমেদ মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা মাইটিল্লা খাল এলাকায় নির্মাণকাজ চালাতে গিয়ে গ্যাসের পাইপ ফেটে যায়।
গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), ফিলিং স্টেশন, বিদ্যুৎকেন্দ্র ও বাসাবাড়ির দুই লাখ গ্রাহক রয়েছেন।
গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। তবে আগামীকাল সোমবার বিকেলের আগে গ্যাস সরবরাহ পুনঃস্থাপন হবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
ইপিজেড এলাকায় গ্যাস বন্ধ
চট্টগ্রামে যে এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে সেখানেই কর্ণফুলী ইপিজেড ও চট্টগ্রাম ইপিজেড অবস্থিত। একই এলাকায় অবস্থিত দুটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ইপিজেডগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্যাস সরবরাহ না থাকায় ইপিজেড এলাকা আংশিকভাবে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
বেপজার মহাব্যবস্থাপক খুরশেদ আলম জানান, এই দুই বিদ্যুৎকেন্দ্র থেকে ইপিজেডে ৪০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর বাইরে পিডিবির গ্রিড থেকে ২৫ কিলোওয়াট বিদ্যুৎ আসে। গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্রদুটি বন্ধ থাকায় ইপিজেড আংশিকভাবে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
Comments