৩ দশক পর সচল ডাকসু
প্রায় তিন দশক পর কার্যকরী সভার মধ্য দিয়ে ফের সচল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আজ (২৩ মার্চ) সকাল ১১টার দিকে ডাকসু ভবনে ওই সভার মাধ্যমে দায়িত্বগ্রহণ করেন নবনির্বাচিত ভিপি (সহসভাপতি) নুরুল হক নুরসহ অন্যান্য সদস্যরা।
নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি প্যানেলের ভোট বর্জন এবং পুনর্নির্বাচনের দাবির মধ্যেই ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ওই সভা শুরু হয়।
শুরুতেই স্বাগত বক্তব্যের মাধ্যমে ডাকসুর জিএস গোলাম রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবাইকে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস রাব্বানী আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণের অনুমতি চাইলে এক বছরের জন্য অনুমতি দেন সভাপতি আখতারুজ্জামান।
এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, “শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি।”
এদিকে, একই সময় ডাকসুর পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কর্মীরা।
এছাড়াও, গত ১১ মার্চের ডাকসু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অবিলম্বে পুনঃতফসিল ঘোষণা ও পুনর্নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
Comments