দুধে ভেজালকারীদের নাম জানতে চেয়েছেন হাইকোর্ট

cow milk
ছবি: সংগৃহীত

দুধ, দই ও গবাদি পশুর খাদ্যে ভেজাল মেশানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামসহ পুরো পরিচিতির তালিকা জমা দিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই দুটি প্রতিষ্ঠানকে আগামী ২৩ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের একটি স্বতঃপ্রণোদিত (সুয়ো মোটো) রুলের শুনানিতে সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) প্রধান প্রফেসর ড. শাহনীলা ফেরসৌদিকে গরুর দুধ নিয়ে তার প্রতিষ্ঠানের করা গবেষণা প্রতিবেদন নিয়ে আগামী ২১ মে’র মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এনএফএসএল’র ওই গবেষণায় উঠে আসে, গরুর দুধ, প্যাকেটজাত দুধ, দই ও গোখাদ্যে সহনীয় মাত্রার চেয়ে বেশি কীটনাশক, নানা ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান ও বিভিন্ন অণুজীব পাওয়া গেছে।

আজ (১৫ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম এই আদেশ দেন। এর আগে, গত ১১ ফেব্রুয়ারি এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত রুল জারি করেছিলেন হাইকোর্ট।

শুনানিতে বিএফএসএ কর্তৃপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফরিদুর আলম আদালতকে জানান যে, দুধ, দই ও গবাদি পশুর খাদ্যে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের ব্যাপারে তার মক্কেল এখনও প্রতিবেদন তৈরি করতে পারেনি। এজন্য আরও সময় চান তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal set to export 40mw power to Bangladesh via India today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago