ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ১
ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরবের র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৬ হাজার টাকা বলে জানা গেছে।
গতকাল দিবাগত রাত পৌনে একটার দিকে ভৈরবের র্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি দল শহরের উত্তর পৈরতলা এলাকার বসতবাড়ি থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী শাকিল খন্দকার (৪৫) উত্তর পৈরতলা এলাকার জানু মিয়া খন্দকারের ছেলে।
এ বিষয়ে আজ (৩১ মে) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, “মাদক ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এই চক্রটিকে ধরতে র্যাবের ১৬ জন সদস্য ছদ্মবেশ ধারণ করে তার বাড়িতে ঢুকে একটি শপিং ব্যাগ তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৯২৫ টাকা উদ্ধার করা হয়।”
শাকিলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্ত।
Comments