পিছিয়ে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজ ও আগামী ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। নতুন এফটিপিতে দুটো সিরিজই আলাদা আলাদা সময়ে পিছিয়ে গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে নতুন সময়।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজে জন্য স্টিভেন স্মিথদের বাংলাদেশের আসার কথা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া ওই দুই টেস্ট সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে ২০২০ সালেরই জুন-জুলাই মাস।
একইভাবে চলতি বছর অক্টোবরে বাংলাদেশে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। এই সিরিজটি পিছিয়েছে এক বছরের বেশি। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের কোন এক সময় এই সিরিজ আয়োজনের পরিকল্পনা হয়েছে। তবে দুই ম্যাচের বদলে এখন সিরিজটি হবে তিন ম্যাচের।
সোমবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন এসব তথ্য, ‘এফটিপি অনুযায়ী দুটি টেস্ট ও দুটি টি টোয়েন্টি হওয়ার কথা ছিল। টেস্ট ম্যাচ দুটি আগামী বছর জুন জুলাইতে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসে খেলবে। টি টোয়েন্টি যেটা আছে, আমরা অনুরোধ করে দুইটা থেকে তিনটা করেছি। সেটা ২০২১ ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, তারে আগে এসে তারা (অস্ট্রেলিয়া) এখানে খেলবে।’
Comments