ঢাকার বৃষ্টি!

গতকাল (১ অক্টোবর) দুপুরে দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বহু রাস্তা ও গলিতে হাঁটুপানি জমে যায়। রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ নগরবাসী ও অফিস-ফেরত যাত্রীরা।
Waterlogging

গতকাল (১ অক্টোবর) দুপুরে দুই ঘণ্টার বৃষ্টিতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বহু রাস্তা ও গলিতে হাঁটুপানি জমে যায়। রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ নগরবাসী ও অফিস-ফেরত যাত্রীরা। ধানমন্ডি-২৭ এর কাছে মিরপুর সড়কের দুপাশে পানিতে আটকে থাকা যানবাহনের একাংশ। অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ডুবে যায় নগরীর প্রধান সড়কগুলোও। ছবি: সংগৃহীত

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago