‘কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, খোঁজ নেওয়া হবে’
দেশে কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তার মতে, “শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। সৎ সাহস আছে, বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন নিজের দল থেকে শুদ্ধি অভিযানের সূচনা করেছেন। কেউ ছাড় পাবে না।”
আজ (১১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সম্মেলন উদ্বোধনের পর এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “শুধু আওয়ামী লীগ নয়, অন্যান্য রাজনৈতিক দল... বড় বড় কথা বলছেন, খোঁজ নেওয়া হচ্ছে। কারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, খোঁজ নেওয়া হবে। প্রশাসনে কারা দুর্নীতিবাজ, সব সেক্টরে খারাপ লোকদের খুঁজে বের করা হবে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রীর যে সুনাম, অর্জন, পরিশ্রম, তার যে ত্যাগ, বার বার জীবনের ঝুঁকি নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এখনো তাকে বুলেট পেছনে তাড়া করে ফেরে, পিতা বঙ্গবন্ধুর মতো তিনিও আছেন এক ঝুঁকিপূর্ণ পথচলায়। শেখ হাসিনার কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকি, সততা নিয়ে, সাহস নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা হাতে এগিয়ে যাই, কোনো শক্তি আওয়ামী লীগের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।”
নতুন কমিটির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর-এর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সে জন্য আমরা চাইছি, আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।”
সে পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান ওবায়দুল কাদের।
Comments