আর্চারিতে তৃতীয় সোনা আনলেন রোমান-ইতি

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্ট থেকে তৃতীয় সোনার পদক পেয়েছে বাংলাদেশ। মিশ্র রিকার্ভ ইভেন্টে সেরা হয়েছে রোমান সানা-ইতি খাতুনের সমন্বয়ে গঠিত দল।
roman and ity
ছবি: আতিক আনাম

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্ট থেকে তৃতীয় সোনার পদক পেয়েছে বাংলাদেশ। মিশ্র রিকার্ভ ইভেন্টে সেরা হয়েছে রোমান সানা-ইতি খাতুনের সমন্বয়ে গঠিত দল।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে নেপালের পোখারায় ভুটানের প্রতিযোগীদের ৬-২ সেটে পরাস্ত করেছেন বাংলাদেশের রোমান-ইতি জুটি।

এর আগে দিনের প্রথম সোনা আসে পুরুষদের দলগত রিকার্ভে। রোমান, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জয়ী হন। তারা হারান শ্রীলঙ্কার আর্চারদের।

এরপর মেয়েদের দলগত রিকার্ভে ইতি, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়ে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। লঙ্কানদের বিপক্ষে তারা জেতেন ৬-০ সেটে।

সবমিলিয়ে এবারের আসরে বাংলাদেশের সোনার পদকের সংখ্যা বেড়ে হলো দশটি।

আসরের দ্বিতীয় দিনে প্রথম সোনা জিতেছিল বাংলাদেশ, তায়কোয়ান্দো থেকে। তৃতীয় দিনে লাল-সবুজের প্রতিনিধিরা পেয়েছিল আরও তিনটি সোনার পদক। সবগুলো এসেছিল কারাতে থেকে। পরের তিন দিনে আসেনি কোনো সুখবর।

আগের দিন গেরো খোলে, শেষ হয় অপেক্ষার পালা। তিনটি সোনার পদক জেতে বাংলাদেশ। দুটি ভারোত্তোলনে, একটি ফেন্সিংয়ে।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

1h ago