তামিম, মেহেদীর ফিফটিতে ঢাকার কাছে উড়ে গেল সিলেট

শুরুতে ঝড় তুলেন জনসন চার্লস, শেষটায় রাঙিয়ে দলকে শক্ত পুঁজি পাইয়ে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ব্যাটসম্যানদের এনে দেওয়া এমন মঞ্চ সাদামাটা বোলিংয়ে নষ্ট করেছে সিলেট থান্ডার। রান তাড়ায় ঢাকা প্লাটুনের তামিম ইকবাল ছিলেন ভরসার নাম, ব্যাটিং দিয়ে আগের ম্যাচ মাতানো মেহেদী হাসানের ব্যাট আবার হয়ে ওঠে উত্তাল। তাদের ঝলকে ম্যাচটা শেষ পর্যন্ত জমাতেই পারেনি সিলেট।
Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

শুরুতে ঝড় তুলেন জনসন চার্লস, শেষটায় রাঙিয়ে দলকে শক্ত পুঁজি পাইয়ে দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ব্যাটসম্যানদের এনে দেওয়া এমন মঞ্চ সাদামাটা বোলিংয়ে নষ্ট করেছে সিলেট থান্ডার। রান তাড়ায় ঢাকা প্লাটুনের তামিম ইকবাল ছিলেন ভরসার নাম, ব্যাটিং দিয়ে আগের ম্যাচ মাতানো মেহেদী হাসানের ব্যাট আবার হয়ে ওঠে উত্তাল। তাদের ঝলকে ম্যাচটা শেষ পর্যন্ত জমাতেই পারেনি সিলেট।

আগের দিন কুমিল্লা ওয়ারিয়র্সকে হারানো ঢাকা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সিলেট থান্ডারের ছুঁড়ে দেওয়া ১৭৫ রানের লক্ষ্য পেরিয়েছে ৯ বল হাতে রেখে, জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ছয় ম্যাচে চতুর্থ জয় নিয়ে বঙ্গবন্ধু বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে মাশরাফি বিন মর্তুজার দল।

জবাব দিতে নেমে জুতসই শুরু পায় ঢাকা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দলের চাহিদা মতো রান উঠান তামিম-এনামুল হক বিজয় জুটি।

অষ্টম ওভারে ২৩ বলে ৫ চারে ৩২ করে মোসাদ্দেকের বলে ক্যাচ উঠিয়ে শেষ হয় এনামুলের ইনিংস। ততক্ষণে ৫৮ রানে এসে গেছে স্কোরবোর্ডে। এরপর তামিমের সঙ্গে মিলে ঠিক আগের দিনেরই মতো আগ্রাসী হয়ে ওঠেন মেহেদী। নিজের অলরাউন্ড প্রতিভা দেখিয়ে টানা দ্বিতীয় ম্যাচে তুলে নেন ঝড়ো ফিফটি। ২৩ বলে ফিফটিতে যেতে ৪ বাউন্ডারির সঙ্গে মেহেদী মেরেছেন ৩ ছয়। পরে ২৮ বলে ৫৬ রান করে ইবাদত হোসেনের বলে শেষ হয় তার ইনিংস।

তামিম আর আউট হননি। ৪৯ বলে ৫ চার ও ২ ছয়ে ৬০ রানে অপরাজিত থাকেন অসুস্থতা কাটিয়ে খেলায় ফেরা অভিজ্ঞ ওপেনার। তামিমের সঙ্গে মিলে শেষদিকে ৩ চার ও ১ ছয়ে ১১ বলে ২২ রান করে দ্রুত খেলা শেষ করেন জাকের আলি অনিক।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছন্দে থাকা আন্দ্রে ফ্লেচারকে হারায় সিলেট। আরেক ওপেনার আব্দুল মজিদকে পাশে রেখে নেমেই ঝড় তোলেন চার্লস। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটিতে মাত্র ১০ বল খেলে ৮ রান করেন মজিদ, বাকি সবই চার্লসের ব্যাটে।

আক্রমণে এসে শহিদ আফ্রিদি ফেরান মজিদকে। এরপর মোহাম্মদ মিঠুনের সঙ্গে আরেকটি জুটি জমে ওঠে চার্লসের। ৪৫ বলে ৩ চার ও ৮ ছক্কায় ৭৩ করা চার্লস আউট হন শাদাব খানের বলে।

অধিনায়ক মোসাদ্দেক হোসেন দ্রুত আউট হয়ে গেলেও শেরফান রাদারফোর্ডকে নিয়ে দলকে ভালো পুঁজি পাইয়ে দেন মিঠুন। ফলে সিলেটের সংগ্রহ ১৭০ ছাড়িয়ে যায়। মিঠুন ৩১ বলে ৪৯ রানে আর রাদারফোর্ড ২৮ বলে অপরাজিত থাকেন ৩৮ রানে। কয়েক দিনের খেলায় ব্যবহৃত উইকেটে রানটা মনে হচ্ছিল জুতসই। কিন্তু বোলিং আক্রমণে ধারহীন থান্ডার তৈরি করতে পারেনি কোনো সুযোগ।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট থান্ডার: ২০ ওভারে ১৭৪/৪ (ফ্লেচার ১, মজিদ ৮, চার্লস ৭৩, মিঠুন ৪৯*, মোসাদ্দেক ২, রাদারফোর্ড ৩৮* ; মেহেদী ১/৩৩, হাসান ০/২৯, শাদাব ১/২৩, আফ্রিদি ২/২৬, ওয়াহাব ০/৩৫, মাশরাফি ০/২৭)

ঢাকা প্লাটুন: ১৮.৩ ওভারে ১৭৫/২ (এনামুল ৩২, তামিম ৬০*, মেহেদী ৫৬, জাকের ২২*; সোহাগ ০/৪৭, সান্টোকি ০/১৬, মোসাদ্দেক ১/৩০, ইবাদত ১/২৪, মিলন ০/১৭, রাদারফোর্ড ০/২৫, নাজমুল ০/১৬)

ফল: ঢাকা প্লাটুন ৮ উইকেটে জয়ী।

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago