আবরার হত্যা মামলার পলাতক আসামি মোরশেদের আত্মসমর্পণ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় পলাতক চার আসামির একজন আদালতে আত্মসমর্পণ করেছেন।
আসামি মোরশেদ অমর্ত্য ইসলাম আজ (১২ জানুয়ারি) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
তবে মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ৫ জানুয়ারি আবরার হত্যা মামলায় পলাতক চার আসামিকে আদালতে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত।
এখন পর্যন্ত পলাতক থাকা তিন আসামি হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক মুস্তাফা রাফিদ, ছাত্রলীগের সদস্য মোরশেদুজ্জামান জিশান, এহতেশামুল রাব্বি তানিম।
গত ৩ ডিসেম্বর পলাতক আসামিদের সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। এর আগে, গত ১৮ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত।
Comments