শীর্ষ খবর

ভোটার দেখাতে কৃত্রিম লাইন

নগর জুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থানরত দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি দেখাতে ‘কৃত্রিম লাইন’ তৈরির উদাহরণ পেয়েছে।
Carzon Hall fake line
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রে ছাত্রলীগের কৃত্রিম লাইন। ১ ফেব্রুয়ারি ২০২০। ছবি: অর্কিড চাকমা

নগর জুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থানরত দ্য ডেইলি স্টারের সংবাদদাতারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি দেখাতে ‘কৃত্রিম লাইন’ তৈরির উদাহরণ পেয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ভোটকেন্দ্রে ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা একটি কৃত্রিম লাইন তৈরি করেছেন বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতা।

মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আতিকুল ইসলামের সমর্থকরাও ভোট কেন্দ্রের গেট বন্ধ করে কৃত্রিম লাইন তৈরি করেছিলেন।

সংবাদদাতারা জানান, ভোটাররা ঢুকতে না পারলেও দীর্ঘ লাইন তৈরি করে রাখা হয়েছে, যাতে মনে হয় সেখানে ব্যাপক ভোটার উপস্থিতি রয়েছে।

কাফরুলের ইব্রাহিমপুরের চেরি গ্রামার স্কুল ভোটকেন্দ্রে প্রবেশের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থেকে হতাশ হয়ে পড়েন ভোটাররা।

ভোটারদের দাবি, ভোটকেন্দ্র খালি থাকলেও তাদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রতি ১০ মিনিট বা তারও বেশি সময় পরপর এক থেকে দুজনকে ঢুকতে দেওয়া হচ্ছিলো।

Comments

The Daily Star  | English

Health, education face spending cuts again

Education and health sectors are set to get less Annual Development Plan allocation than prescribed in the eighth five-year plan.

5h ago