দেদারসে ‘সিটিং অ্যালাউন্স’ দিতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের চার হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা, অর্থ কমিটির সভার জন্য ন্যূনতম ৩ হাজার ৫০০ টাকা থেকে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত ভাতা দিতে পারবে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে “সিটিং অ্যালাউন্স” বাবদ দেদারসে অর্থ দেওয়ার যে অভিযোগ ছিল, এর মাধ্যমে তার একটি সুরাহা ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভায় আসা বহিঃস্থ সদস্যদের সিটিং অ্যালাউন্স বাবদ বিভিন্ন হারে ভাতা দেওয়া হয়। এখানে সুশাসন ও আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে অভিন্ন হারে সভার সিটিং অ্যালাউন্স নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারের কাছে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাডেমিক কাউন্সিল এবং নিয়োগ কমিটির জন্য তিন হাজার টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত সিটিং অ্যালাউন্স দেওয়া যাবে। আর বহিঃস্থ সদস্যগণ প্রাপ্যতা অনুযায়ী “প্রকৃত যাতায়াত” ভাড়া পাবেন।
প্রসঙ্গত বর্তমানে দেশে ১০৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৬ টিতে শিক্ষাকার্যক্রম চালু আছে।
Comments