টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় কয়েকটি তুলার গুদামে আগুন লেগেছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, “আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”
তিনি বলেন, “২০টি আধাপাকা ঘর আগুনে পুড়ছে। ঘরগুলো তুলার গুদাম হিসেবে ব্যবহৃত হয়।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Comments