করোনাভাইরাস: সান ফ্রান্সিসকোতে জরুরি অবস্থা
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। চীন ও সান ফন্সিসকোর মধ্যে বিমান ও নৌপথে যোগাযোগ বেশি হওয়ায় শহরটিকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। তবে শহরটিতে এখন পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হননি।
যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৫৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৪ জন ভ্রমণজনিত কারণে সংক্রমিত হয়েছেন। আর, টোকিওর ডায়মন্ড প্রিন্সেস জাহাজ এবং চীনের উহান থেকে সরিয়ে নেওয়া আমেরিকানদের মধ্যে ৩৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীর সংস্পর্শে গিয়ে বাকি চার জন সংক্রমিত হয়েছেন।
সান ফ্রান্সিসকো নগর কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখানে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে। মেয়র লন্ডন ব্রিড এক বিবৃতিতে বলেন, ‘যদিও সান ফ্রান্সিসকোর বাসিন্দাদের মধ্যে এখনও করোনাভাইরাস শনাক্ত করা যায়নি। কিন্তু, বৈশ্বিক চিত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সেই সঙ্গে আমাদেরও প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে।’
সূত্র: রয়টার্স
Comments