অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ১৬ রোহিঙ্গা আটক
কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে ক্যাম্প থেকে বের হয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজার-মহেশখালী চ্যানেল ও গোরকঘাটা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর দ্য ডেইলি স্টারকে বলেন, কক্সবাজার-মহেশখালী রুটে সন্ধ্যা থেকে কিছুক্ষণ পর পর নৌকায় যাত্রী পারাপার করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলামের কাছে তথ্য ছিল— কক্সবাজারের ৬নং জেটিঘাট থেকে নৌকায় কিছু রোহিঙ্গা আসবে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জন রোহিঙ্গাকে আটক করে।
মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গাকে আটক করে থানায় সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, আটক রোহিঙ্গাদের উখিয়া ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক দালালকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।
Comments