শামীমের দেহরক্ষীরা অস্ত্রের লাইসেন্স কীভাবে পেল: হাইকোর্ট

ঠিকাদার জি কে শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

ঠিকাদার জি কে শামীমের দেহরক্ষীরা কীভাবে অস্ত্রের লাইসেন্স পেয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামীকালের মধ্যে এ বিষয়ে তথ্য উপস্থাপনের জন্য তাদের আইনজীবী অ্যাডভোকেট শামীম সরদারকে আজ মঙ্গলবার আদালত এ আদেশ দেন।

শামীমের দেহরক্ষীদের জামিনের ব্যাপারে রুলের শুনানি চলাকালীন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেয়।

এই মামলায় জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, কামাল হোসেন ও শামশাদ হোসেনের জামিন মঞ্জুর কেন হবে না সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তা জানতে চেয়ে গত ৩ ফেব্রুয়ারি একটি রুল জারি করেন আদালত।

চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে গত বছর ২০ সেপ্টেম্বর তথাকথিত যুবলীগ নেতা জি কে শামীমকে গ্রেপ্তার করে র‍্যাব। উল্লিখিত চার অভিযুক্তসহ তার সাত দেহরক্ষী সে সময় গ্রেপ্তার হয়।

রাজধানীর নিকেতনে শামীমের বাড়ি ও অফিসে র‍্যাবের অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিট রিসিপ্টস (এফডিআর), নগদ এক কোটি ৮০ লাখ টাকা, বিশাল অঙ্কের মার্কিন ও সিঙ্গাপুর ডলার এবং বিদেশি মদ জব্দ করা হয়।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

11m ago