জুয়ার সরঞ্জাম জব্দে ক্লাবগুলোতে অভিযান নয়: আপিল বিভাগ

ক্লাবগুলোতে জুয়া বন্ধে সরঞ্জাম জব্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থার নিতে নির্দেশনা দিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
high court
স্টার ফাইল ফটো

ক্লাবগুলোতে জুয়া বন্ধে সরঞ্জাম জব্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থার নিতে নির্দেশনা দিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ১০ ফেব্রুয়ারি সব ধরনের জুয়া নিষিদ্ধ করে আদেশ দেন হাইকোর্ট বিভাগ।

ওই আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব ও উত্তরা ক্লাবসহ মোট আটটি ক্লাব দুটি আলাদা লিভ টু আপিল আবেদন করে।

ক্লাবগুলোর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, এই আপিলের পরিপ্রেক্ষিতে আদালত দিক-নির্দেশনা দেবেন ক্লাবে যেগুলো খেলা যাবে।

Comments