বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বগুড়া শহরের মালতীনগর এলাকায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে কবির হোসেন মিনকো (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
Bogura_Cross_Fire_10Mar2020
মঙ্গলবার রাতে বগুড়া শহরের মালতীনগর এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়া শহরের মালতীনগর এলাকায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে কবির হোসেন মিনকো (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। আজ মঙ্গলবার রাত দেড়টার দিকে ভাটকান্দি ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কবির হোসেনের বাড়ি শহরের চক ফরিদ কলোনি এলাকায়। তার বাবার নাম আজিজুল হক।

পুলিশ জানায়, রাতে ব্যাপক গোলাগুলির শব্দ শুনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান, ডিবি’র ওসি আসলাম আলীসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত লোকজন তাকে সন্ত্রাসী কবির হোসেন মিনকো পরিচয়ে শনাক্ত করেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশের রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, কবির হোসেনের নামে ১৫টির বেশি মামলা রয়েছে। জোড়াখুন, হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মারাত্মক জখমের অভিযোগে বিভিন্ন সময় মামলাগুলো রেকর্ড হয়েছিল।’

তিনি বলেন, ‘২০১৯ সালের জানুয়ারি মাসে অস্ত্রসহ আটক হয়ে বেশ কিছু দিন জেলে ছিলেন কবির। মাস চারেক আগে বের হয়ে আবারো চাঁদাবাজি শুরু করলে তার বিরুদ্ধে সদর ও শাজাহানপুর থানায় ৬টি জিডি হয়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৮ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি লম্বা চাপাতি ও একটি বার্মিজ চাকু পাওয়া গেছে।’

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago