ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিকের বিরুদ্ধে ‘করোনা আক্রান্ত’র গুজব ছড়ানো হয়েছে

দ্য ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক রামিন তালুকদারের বিরুদ্ধে ফেসবুকে ‘করোনা আক্রান্ত’র গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

দ্য ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিক রামিন তালুকদারের বিরুদ্ধে ফেসবুকে ‘করোনা আক্রান্ত’র গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

গতকাল ভোর ৫টা ৫ মিনিটে ‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ গুজব ছড়ানো হয়। সেখানে রামিন তালুকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়। রামিন তালুকদার পলাতক আছেন জানিয়ে তার খোঁজ পুলিশকে ও তিনটি নম্বরে টেলিফোন করে দ্য ডেইলি স্টারকে জানাতে বলা হয়।

এ ঘটনায় রামিন তালুকদার হতবাক। তিনি বলেন, ‘কোনো স্বার্থান্বেষী মহল আমার সম্পর্কে গুজব ছড়াচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

রামিন তালুকদার জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে তিনি সন্তান ও স্ত্রীকে নিয়ে রাজধানীর মিরপুরের বাসায় আছেন। দ্য ডেইলি স্টারের অন্যান্য সংবাদকর্মীদের মত তিনিও বাসা থেকে কাজ করছেন।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago