করোনায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১। এ ছাড়া, আক্রান্ত আরও ৩১২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৯১। এ ছাড়া, আক্রান্ত আরও ৩১২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪৫৬ জনকে শনাক্ত করা হয়েছে।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭৪৯টি এবং পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৬৩৪টি। এর মধ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩১২ জন। এদের মধ্যে ৬৬ ভাগ পুরুষ ও ৩৪ ভাগ নারী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও সাত জন। এদের মধ্যে ৩০-৪০ বছর বয়সের মধ্যে ২৩ দশমিক চার শতাংশ, ২১-৩০ বছর বয়সের মধ্যে ২২ দশমিক তিন শতাংশ এবং বাকিরা অন্যান্য বয়সের। সাত জনের মধ্যে তিন জন ঢাকার ও চার জন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও দুই জন নারী। এ নিয়ে সর্বমোট ৯১ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও নয় জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

9m ago