১ লাখ পরিবারকে সহায়তার পরিকল্পনা গণস্বাস্থ্য কেন্দ্রের
করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্র এক লাখ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এরই মধ্যে ১১ জেলায় ১০ হাজার প্যাকেট খাদ্য বিতরণ শেষ করে সংস্থাটি এখন দ্বিতীয় পর্যায়ে আরও ১০ হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনতে কাজ করছে।
গণস্বাস্থ্য কেন্দ্র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ সোমবার ঢাকা শহরের আবুল হোটেল, খিলগাঁও বাসাবো, বাড্ডা, কামরাঙ্গির চর, মোহাম্মদপুর, মিরপুর কালসীসহ বিভিন্ন এলাকায় দরিদ্র দিনমজুর, বস্তিবাসীসহ অন্যদের মাঝে দুই হাজার প্যাকেট খাদ্য বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অবশিষ্ট আট হাজার প্যাকেট খাদ্য আগামী কয়েকদিনের মধ্যে দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে।
প্রতি প্যাকেট ত্রাণে রয়েছে: চাল ২০ কেজি, আটা চার কেজি, মুশুর ডাল এক কেজি, খেসারী ডাল আধা কেজি, ছোলা এক কেজি, আলু পাঁচ কেজি, পেঁয়াজ এক কেজি, লবণ আধা কেজি, সরিষার তেল ৮০ মিলি লিটার, সয়াবিন তেল আধা লিটার, শুকনা মরিচ ৪০ গ্রাম ও সাবান একটি।
এক লাখ পরিবারকে খাদ্য সহায়তার পরিকল্পনার কথা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের এই কর্মসূচিতে অর্থ, চাল, ডাল, ভোজ্য তেল দিয়ে সহায়তা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছে অনুরোধ জানিয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রকে সহায়তা পাঠানোর ঠিকানা:
হিসাবের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র, হিসাব নম্বর : ০১০০০০৩১০১১৫৫, ব্যাংক: জনতা ব্যাংক লিমিটেড, দিলকুশা কর্পোরেট শাখা।
মার্চেন্ট বিকাশ হিসাবের নাম: গণস্বাস্থ্য কেন্দ্র, মার্চেন্ট বিকাশ হিসাবের নম্বর: ০১৭৩৩৯৯১৩৯১।
গণস্বাস্থ্য কেন্দ্রকে যেকোনো দান এনবিআর কর্তৃক আয়কর মুক্ত।
Comments