আগুনে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা
হাসপাতালের অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগে পাঁচ জনের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত ২৭ মে হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা করার জন্য তৈরি আলাদা আইসোলেশন ইউনিটে আগুন লেগে সেখানে চিকিৎসাধীন পাঁচ জন রোগীর সকলেরই মৃত্যু হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, গতকাল বুধবার রাতে অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করা ভার্নন আন্থনী পালের জামাতা রোনাল্ড রিকি গোমেজ মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত করা হয়েছে ইউনাইটেড হাসপাতালের সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সদস্য, চিকিৎসক ও নার্সদের।
থানার ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, পাঁচ রোগীর মৃত্যুর জন্য তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
ওসি কামরুজ্জামান জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।
Comments