সরকারি হাসপাতালের আইসিইউ আছে ৭৩৩টি
সারা দেশের সব সরকারি হাসপাতালে মোট ৭৩৩টি নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে করোনা রোগীদের চিকিত্সায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১৭টি সরকারি হাসপাতালে ২৩৫টি আইসিইউ স্থাপন করা হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আজ বুধবার একটি রিটের আবেদনের শুনানি চলাকালে আদালতকে এই তথ্য জানান।
হাইকোর্টকে তিনি জানান, ডিজিএইচএস কেন্দ্রীয়ভাবে কোভিড -১৯ রোগীদের চিকিত্সা পর্যবেক্ষণ করছে এবং হটলাইনের মাধ্যমে পরামর্শ দিচ্ছে।
গত ৮ জুন বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চের এক আদেশের পর অমিত তালুকদার আজ এই তথ্য উপস্থাপন করেন।
এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৪ জুন দিন ধার্য করা হয়েছে।
দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আইসিইউর সংখ্যা এবং কীভাবে রোগীরা এর সুবিধা পাবে, বিচারপতি এম এনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ গত ৮ জুন তা জানতে চান। করোনা রোগীদেরকে কেন্দ্রীয়ভাবে কোন উপায়ে পরামর্শ দেওয়া হচ্ছে ও পর্যবেক্ষণ করা হচ্ছে, তাও জানাতে বলা হয়েছিল।
Comments