হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত সংসদ সদস্য সালমা চৌধুরীকে

করোনা আক্রান্ত সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে উন্নত চিকিৎসার জন্য আজ বিকেলে রাজবাড়ি থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। সালমা চৌধুরী রুমা রাজবাড়ির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য।
আজ সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর জানিয়েছে, সংসদ সদস্য সালমা চৌধুরীকে জরুরিভিত্তিতে রাজবাড়ী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর মেডিকেল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের আওতায় তাকে এই সুবিধা দেওয়া হয়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও আইএসপিআর জানায়।
Comments