খুলছে না মধুমিতা সিনেমা হল
ঢাকাসহ সারাদেশের সব সিনেমা হল ১৬ অক্টোবর থেকে দর্শকদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হলেও খুলবে না ঢাকা শহরের ঐহিত্যবাহী মধুমিতা সিনেমা হল।
এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এমনিতেই সিনেমার ব্যবসা নেই। বছরের পর বছর ধরে লোকসান গুণতে হচ্ছে। সেখানে এই করোনাকালে দর্শক পাব কোথায়? নতুন সিনেমা মুক্তি দিলেও প্রচুর লোকসান হবে। পুরনো সিনেমা দিয়ে হল খুলতে চাই না।’
‘করোনার জন্য কর্মচারীদের ছুটিতে পাঠানো হয়েছে। হল খুললে তাদের আনতে হবে এবং বেতন দিতে হবে। কতদিন পকেট থেকে এভাবে টাকা দিয়ে যাব? অন্যরা হল খুললে খুলুক, আমি খুলব না। সব ঠিক হোক, তারপর খুলব’, যোগ করেন তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরের ১৮ মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। আগামীকাল থেকে মধুমিতা ও স্টার সিনেপ্লেক্স ছাড়া সব হল খুলবে। স্টার সিনেপ্লেক্স খুলবে আগামী ২৩ অক্টোবর।
Comments