আগামীকাল আবার হাইকোর্টে কাজলের জামিন শুনানি
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দী ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদনের শুনানি আগামীকাল হাইকোর্টে হবে।
কাজলের ছেলে মনোরম পলক দ্য ডেইলি স্টারকে জানান, রাজধানীর শেরে বাংলা থানায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মামলায় জামিনের জন্য শুনানি হবে। কাজলের বিরুদ্ধে হওয়া অন্য মামলাগুলোর জামিন শুনানির জন্যও হাইকোর্টে আবেদন জানিয়ে রাখা হয়েছে।
এসব মামলায় এর আগে নিম্ন আদালতে মোট ১২ বার কাজলের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার কথাও জানান মনোরম পলক।
এই শুনানির প্রাক্কালে আজ মানবাধিকার সংস্থা ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস কাজলের মুক্তি দাবি করেছে। সংস্থাটি বলেছে, এমন এক সময়ে কাজলের জামিন শুনানি হতে চলেছে যখন বাংলাদেশে সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের প্রসঙ্গে ক্লুনি ফাউন্ডেশন বলেছে, চলতি বছরের প্রথম অর্ধেকে এই আইনে ২০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের মধ্যে সাংবাদিক ৫৩ জন। এদের অনেকেই এখনও জামিন পাননি।
গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নিখোঁজ হন।
নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটকের কথা জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কারাগারে পাঠানো হয়।
আরও পড়ুন:
Comments