নারায়ণগঞ্জে হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেঘনাঘাট এলাকায় মদিনা গ্রুপের টাইগার সিমেন্ট কোম্পানির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি জায়গায় মদিনা গ্রুপের অবৈধ যতগুলো স্থাপনা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট ফ্যাক্টরির দুই পাশে একটা আছে ২ দশমিক ১১ একর, আরেকটায় ১ দশমিক ৮ একর, টোল প্লাজার ডান পাশে ১ দশমিক ২০ একরসহ মোট ৪ দশমিক ৩৯ একর অবৈধ দখল করে স্থাপনা ছিল। আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সব উচ্ছেদ সম্ভব হয়নি। মদিনা গ্রুপ কর্তৃপক্ষকে তিন দিনের সময় বেধে দিয়ে নোটিশ দিয়েছি। এ সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে আমরা পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করব।’
উচ্ছেদ অভিযান চলাকালে মদিনা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেপ্তারের পর থেকেই হাজী সেলিমের দখলের অভিযোগ প্রকাশ্যে আসে। এরপর থেকেই তার দখলে থাকা বিভিন্ন সরকারি ও মালিকানাধীন বিভিন্ন সম্পত্তি উদ্ধার তৎপরতা জোরদার হয়।
Comments