যশোরের উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়েছে ৮ শিশু
যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে গেছে আট বন্দি। আজ সোমবার ভোররাতে তারা পালিয়েছে।
যশোর জেলা পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল রাতে এই আট শিশুকে কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল। যেকোনো জেলা থেকে আসা আসামিদের কারাগারে পাঠানোর আগে আইসোলেশনে রাখা হয়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, আইসোলেশন সেন্টারের টয়লেটের জানালা ভেঙে এই আট শিশু বের হয়েছে। এরপর তারা কারাগারের ভেতরে থাকা মই দিয়ে দেয়াল বেয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। ‘ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এমনটা ঘটছে’, বলেন তিনি।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ ভোররাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আমরা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ওই আট শিশুর খোঁজে আমাদের অভিযান চলছে।’
Comments