বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং জানুয়ারিতে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কাহিনী নিয়ে নির্মিতব্য সিনেমার শুটিং আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে।
তথ্যটি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
নুজহাত ইয়াসমিন ডেইলি স্টারকে আজ সোমবার সকালে বলেছেন, ‘সিনেমা শুটিং শুরু হওয়ার মাসটি চূড়ান্ত করেছেন পরিচালক। আমি সেটিই জানিয়ে দিলাম।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ। তিনি ডেইলি স্টারকে আজ বলেছেন, ‘আমার শুটিং ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।’
‘আমি বঙ্গবন্ধুর মায়ের চরিত্রটি করব’ উল্লেখ করে একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান ডেইলি স্টারকে বলেছেন, ‘মুম্বাইয়ে ২০ জানুয়ারি থেকে আমার অংশের শুটিং শুরু হবে। সেভাবেই নিজেকে গুছিয়ে নিচ্ছি।’
বঙ্গবন্ধুর বাবার চরিত্রে অভিনয় করতে যাওয়া খায়রুল আলম সবুজ ডেইলি স্টারকে বলেছেন, ‘জানুয়ারির শেষে মুম্বাইয়ে আমার অংশের শুটিং শুরু হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাবার চরিত্রটি করতে যাচ্ছি— এটা আমার জন্য অনেক ভালো লাগার।’
তিনি আরও বলেছেন, ‘বঙ্গবন্ধুর বাবার একটি ফুটেজই সবার চোখে পড়ে। বঙ্গবন্ধু তার বাবাকে জড়িয়ে ধরছেন, বাবার গায়ে একটি চাদর। ওইরকম একটি চাদর আমি সংগ্রহ করেছি।’
এছাড়াও, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ছোটবেলার চরিত্রে নুজহাত ইমরোজ তিশা ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করবেন।
বঙ্গবন্ধুর জীবনীচিত্রের শুটিং শুরু হওয়ার কথাছিল গত মার্চে। বাংলাদেশে এসে সিনেমাটির পরিচালক শেম বেনেগাল লোকেশনও দেখে গিয়েছিলেন। কিন্তু, করোনা মহামারির কারণে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
বাংলাদেশে প্রথম শুটিং হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। প্রথমে ভারতের মুম্বাইয়ে শুরু হবে শুটিং। বাংলাদেশ অংশে পরে শুটিং হবে বলে জানা গেছে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি এবং শিল্প নির্দেশনায় রয়েছেন নীতিশ রায়।
কস্টিউম পরিচালক হিসেবে থাকছেন পরিচালক শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে সিনেমাটি।
Comments