ট্রাম্পকে অপসারণের আহ্বান মার্কিন ব্যবসায়ীদের
ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের ১৪ হাজার কোম্পানির প্রতিনিধিত্বকারী বৃহৎ ব্যবসায়িক সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফেকচারার্স এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এক্সন মবিল করপ, ফাইজার ও টয়োটার মতো বৃহৎ প্রতিষ্ঠানগুলো এ সংগঠনটির আওতাভুক্ত। সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেই টাইম্মনস বলেন, ‘ক্ষমতা ধরে রাখার জন্যেই এই ধরনের সহিংস হামলার ঘটনা ঘটেছে। কোনো নির্বাচিত নেতা যদি তাকে (ট্রাম্প) সমর্থন করে, তাহলে সেই নেতা দেশের সংবিধান অনুযায়ী নেওয়া শপথ ভঙ্গ করবেন এবং সহিংসতার খাতিরে গণতন্ত্রকে প্রত্যাখ্যান করবেন। গণতন্ত্র সংরক্ষণে যৌথ অধিবেশনের সভাপতি ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উচিত ক্যাবিনেটের অন্য সদস্যদের সঙ্গে মিলে মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী আহ্বান করা।’
মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট যদি মারা যান, পদত্যাগ করেন কিংবা যদি তাকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে ভাইস প্রেসিডেন্ট ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। অর্থাৎ আর ১৪ দিন ক্ষমতায় রয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ম্যানুফেকচারার্স ছাড়াও দ্য বিজনেস রাউন্ড টেবিল ও ইউএস চেম্বার অব কমার্সসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোও ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘কালো দিন’
নিহত ৪: ওয়াশিংটনের কংগ্রেস ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলা
যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ইতিহাসে ‘নজিরবিহীন হামলা’: বাইডেন
ট্রাম্প-সমর্থকদের হামলা: পরিস্থিতি নিয়ন্ত্রণে, সিনেট অধিবেশন আবার শুরু
ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১
Comments