উইম্বলডনে থাকছেন না নাদাল, খেলবেন না অলিম্পিকেও

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর বাছাই রাফায়েল নাদাল। পাশাপাশি টোকিও অলিম্পিকেও খেলবেন না এ স্প্যানিশ তারকা। সামাজিক মাধ্যম টুইটারে বৃহস্পতিবার বিষয়টি নিজেই জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।

উইম্বলডন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর বাছাই রাফায়েল নাদাল। পাশাপাশি টোকিও অলিম্পিকেও খেলবেন না এ স্প্যানিশ তারকা। সামাজিক মাধ্যম টুইটারে বৃহস্পতিবার বিষয়টি নিজেই জানিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা।

মূলত শরীরকে বাড়তি বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নাদাল। রোলাঁ গাঁরোয় কিছুদিন আগে নোভাক জোকোভিচের কাছে হেরে বসেন তিনি। অথচ এ আসরের রাজাই বলা হয় তাকে। জিতেছিলেন ১৩টি গ্র্যান্ড স্ল্যাম। লাল দুর্গে অনাকাঙ্ক্ষিত হারের পর নিজেকে সম্পূর্ণ ফিট করতেই কিছুদিন টেনিস থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এ তারকা।

টুইটারে এক বিবৃতিতে নাদাল লিখেছেন, ‘আমি এ বছরের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং দলের সবার সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমার মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত।'

এমন সিদ্ধান্ত নেওয়ার ব্যাখ্যাটাও দিয়েছেন এ স্প্যানিশ তারকা, 'আমি টেনিস জীবনকে আরও দীর্ঘায়িত করতে চাই এবং সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলে নিজেকে খুশি রাখতে চাই। এবং নিজেদের ব্যক্তিগত ও পেশাদার লক্ষ্যে এগিয়ে যেতে চাই। মূল ব্যাপারটা হচ্ছে রোলাঁ গাঁরোয় এবং উইম্বলডনের মাঝে মাত্র ২ সপ্তাহের বিরতি রয়েছে। কাঁদা মাটিতে লম্বা সময় খেলার পর কাজটা সহজ নয়। ধকল কাটিয়ে উঠতে আমার শরীরের সময় লাগবে। এই দু’মাসে প্রচুর পরিশ্রম করেছি। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবেই এই সিদ্ধান্ত।'

পেশাদার জীবনের এই সময়ে সবকিছুর আগে শরীরকে অগ্রাধিকার দিতে চান নাদাল। তবে শিরোপা জয়ের স্পৃহা এবং চাহিদা একইরকম থাকবে বলে জানান এ তারকা। তবে আসরগুলোতে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। ইংল্যান্ড ও জাপানের মানুষদের কাছে বিশেষ মেসেজ দিয়েছেন এ তারকা। বিশেষ করে অলিম্পিক নিয়ে লিখেছেন, ‘অলিম্পিক গেমস অনেক বড় এবং যে কোনো খেলোয়াড়ের কাছে অগ্রাধিকার থাকে। আমি দেখেছি সবাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মুখিয়ে থাকে। আমি তিন বার অলিম্পিকে অংশগ্রহণ করেছি। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত।'

Comments

The Daily Star  | English

Schools, Colleges: A reopening that defies heatwave, logic too

The reopening of educational institutions amid the heatwave was marred by two teachers’ deaths and dozens of students becoming sick.

18m ago