গণপরিবহন বন্ধ অফিস খোলা
গণপরিবহন নেই, অফিস খোলা।
আজ সোমবার বেলা পৌনে ১২টায় সোনারগাঁও হোটেলের সামনে ছিলেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক শাহীন মোল্লা। তার সঙ্গে কথা হয় মধ্যবয়সী মো. শাহাবুদ্দিনের। পুরানা পল্টনে তার অফিসে যাচ্ছেন। সকাল সাড়ে ৮টায় বাসা থেকে বের হয়েছেন। অফিস ১০টায়।
মো. শাহাবুদ্দিন বলেন, ‘প্রায় ৪০ মিনিট লেগেছে রিকশায় মিরপুর-১০ থেকে ফার্মগেট পর্যন্ত আসতে। খামারবাড়ি পর্যন্ত রিকশা ভাড়া ১২০ টাকা। খামারবাড়ি থেকে হেঁটে কারওয়ান বাজার এসেছি। অফিস থেকে বারবার ফোন করছে। কিন্তু, যানবাহন না পেলে কী করবো? হাঁটতে অনেক কষ্ট হচ্ছে।’
সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহজাহানপুর, মুগদা, বাসাবো ও মতিঝিল এলাকা ঘুরে আমাদের আলোকচিত্রী আনিসুর রহমান জানিয়েছেন, এসব এলাকায় বহু কর্মজীবী মানুষ থাকেন। সেখানে তাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে দেখেছি। মনে হয়েছে, রাস্তায় মানুষের স্রোত নেমেছে। অনেককে রাস্তায় দৌড়ে দৌড়ে যেতে দেখেছি।
তিনি আরও বলেন, বাসাবোয় মোতালেব নামের এক ব্যক্তি জানিয়েছেন তার কারখানা টঙ্গীতে। তিনি সকাল ৭টায় বাসা থেকে বের হয়েছেন কিন্তু দুই ঘণ্টার মধ্যে কোনো গাড়ি পাননি। তার অফিস সাড়ে ৮টায় বলে জানিয়েছেন তিনি।
একটা খালি রিকশা এলে সবাই সেটিকে ঘিরে ধরছে। রাস্তায় কোনো সিএনজি-চালিত অটোরিকশা দেখিনি। পুলিশ সিএনজি-চালিত অটোরিকশা চেক করছেন।
মতিঝিলের রাস্তায় অনেককে ফোনে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে শুনেছি। একজন বলছেন, ‘স্যার, আমি রাস্তায়। গাড়ি পাচ্ছি না।’
Comments