কোরবানির পশু নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু নিয়ে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন আজ শনিবার বিকেল সাড়ে চারটায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু বুক করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে আজ বিকেলে এ তথ্য জানিয়েছে।
রেলওয়ে জানায়, ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০টি গরু বুক হয়েছে। বড়াল ব্রিজ স্টেশনে একটি ওয়াগনে ১০০টি ছাগল বুক হয়েছে হয়েছে।
ট্রেনটির রাত সাড়ে তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা আছে বলে জানিয়েছে রেলওয়ে।
কোরবানির পশু পরিবহনের এই বিশেষ ট্রেন সার্ভিস ১৭ থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
Comments