সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৪.৭৯ শতাংশ

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ।
প্রতীকী ছবি। সংগৃহীত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬০৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৩টি নমুনা পরীক্ষা করে ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া একজন সিলেটের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেটের ৬৯৮টি নমুনা পরীক্ষা করে ২২৭ জন, সুনামগঞ্জের ১১৯টি নমুনা পরীক্ষা করে ৪৬ জন, হবিগঞ্জের ৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন ও মৌলভীবাজারের ৭৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় সিলেটে করোনা শনাক্তের হার ৩২ দশমিক ৫২ শতাংশ, সুনামগঞ্জের ৩৮ দশমিক ৬৬ শতাংশ, হবিগঞ্জের ৩৯ দশমিক ৭৭ শতাংশ ও মৌলভীবাজারের ৪৩ দশমিক ৫৯ শতাংশ। আজ সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৯৪ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ২৭১ জন, সুনামগঞ্জের ৫৪ জন, হবিগঞ্জের ৩৮ জন ও মৌলভীবাজারের ৩১ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৫ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৯৪৬ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

11h ago