ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত 'দ্বিতীয় সারি'র ভারত

সূর্যকুমার যাদব ও অধিনায়ক শেখর ধাওয়ান দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এরপর বল হাতে বাকি কাজটা করেন ভুবনেশ্বর কুমার ও দিপক চাহার। তাতেই কোণঠাসা হয়ে পরে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হলো না শ্রীলঙ্কার। দ্বিতীয় সারির ভারতের কাছে হেরে গেছে দলটি।

সূর্যকুমার যাদব ও অধিনায়ক শেখর ধাওয়ান দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ভারতকে। এরপর বল হাতে বাকি কাজটা করেন ভুবনেশ্বর কুমার ও দিপক চাহার। তাতেই কোণঠাসা হয়ে পরে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো হলো না শ্রীলঙ্কার। দ্বিতীয় সারির ভারতের কাছে হেরে গেছে দলটি।

রোববার কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩৮ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে স্বাগতিকরা। জবাবে ৯ বল বাকি থাকতে ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দলটি।

লক্ষ্য তাড়ায় শুরুটা খারাপ ছিল না শ্রীলঙ্কার। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে তারা। এক সময় চার উইকেটে তাদের সংগ্রহ ছিল ১১১ রান। তবে রানের গতি বাড়াতে পারেনি দলটি। একমাত্র চারিথ আসালাঙ্কা ছাড়া আর কোনো ব্যাটসম্যান রানের গতি সচল রাখতে পারেননি।

২৬ বলে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন আসালাঙ্কা। সমান ৩টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। ওপেনার আভিস্কা ফের্নান্ডোর ব্যাট থেকে আসে ২৬ রান।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও দিপক চাহার।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। শুরুতেই খালি হাতে ফিরে যান পৃথ্বী শ। তবে স্যামসনের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন অধিনায়ক শেখর ধাওয়ান। এরপর হাসারাঙ্গার বলে স্যামসন এলবিডাব্লিউর ফাঁদে পড়লে সূর্যকুমার যাদবকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক। গড়েন ৬২ রানের জুটি। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।

তবে সাঞ্জু স্যামসনের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামলে নেন অধিনায়ক শেখর ধাওয়ান। এরপর হাসারাঙ্গার বলে স্যামসন এলবিডাব্লিউর ফাঁদে পড়লে সূর্যকুমার যাদবকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক। গড়েন ৬২ রানের জুটি। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন হাসারাঙ্গা ও দুশমান্থা চামিরা।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

8h ago