খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের।
করোনা
ছবি: সংগৃহীত

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৮৬ জনের।

আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৪৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ১১ জন, বাগেরহাট ও মেহেরপুরে তিন জন করে, নড়াইল ও মাগুরায় দুজন করে এবং ঝিনাইদহে একজন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৮ হাজার ২৪৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ২১৭ জন। সুস্থ হয়েছেন ৬২ হাজার ৫৮২ জন।

২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৫৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৪০ জনের। মারা গেছেন ৫৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮২ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৬৯১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৮২০ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৬৯ জন এবং মারা গেছেন ৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৮৮ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৯১৯ জনের। মোট মারা গেছেন ৩২২ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯২৫ জন। মোট মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ১০৩ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৮২১ জনের। মোট মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৪ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ১৯৪ জন। মোট মারা গেছেন ১৮৩ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৩৪৭ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪২১ জনের। মোট মারা গেছেন ৫০৮ জন এবং সুস্থ হয়েছেন নয় হাজার ৫২৬ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৭০ জন। মোট মারা গেছেন ১৫০ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৬৬৫ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৬০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে তিন হাজার ৪৯৮ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৭৪৪ জন।

 

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

19h ago