করোনাভাইরাস

রেকর্ড ভেঙে নতুন রেকর্ড: মৃত্যু ২৪৭, শনাক্ত ১৫,১৯২

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড সংখ্যক ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ১৯ জুলাই দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও গতকাল করোনায় ২২৮ জন মারা গিয়েছিলেন।

এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৫২১ জন মারা গেছেন।

এর আগে গত ১২ জুলাই একদিনে সর্বোচ্চ ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৭ জনের মধ্যে ১৪১ জন পুরুষ ও ১০৬ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ১৪ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন, বাসায় মারা গেছেন ২৬ জন ও হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১১ হাজার ৫২ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬০ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

42m ago