করোনাভাইরাস

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '১৮ জনের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহীতে, নাটোরের তিন জন, পাবনার সাত জন, কুষ্টিয়ার একজন ও একজনের বাড়ি মেহেরপুরে। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জনের বাড়ি রাজশাহীতে, এক জন নাটোর, দুই জন পাবনা ও একজন কুষ্টিয়ার বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৪৬৩টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৭৬টি নমুনা পরীক্ষা করে ৫২ জন, নাটোরের ১৫টি নমুনা পরীক্ষা করে একজন ও চাঁপাইনবাবগঞ্জের ১৭২টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৭৫ শতাংশ, নাটোরে ১৮ দশমিক ০২ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ছয় দশমিক ৬৭ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৯ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯৯ জন। বর্তমানে মোট ৪০৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

7h ago