বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্তের হার ২১.৪৫ শতাংশ

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতীকী ছবি

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল। ২১ জনের মধ্যে দুই জন অন্য জেলার বাসিন্দা।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯৪টি নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১৬৫ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতাল ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৫০৭  জন। বর্তমানে জেলায় সক্রিয় রোগী এক হাজা ৮৫৫ জন।

Comments

The Daily Star  | English

Lightning fatalities on the rise

Bangladesh has been witnessing a rise in casualties from lightning mainly due to drastic shifts in weather patterns.

21m ago