বিধিনিষেধ অমান্য: রাজধানীতে আজ গ্রেপ্তার ৫৬২

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে আজ ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
স্টার ফাইল ফটো

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে আজ ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বিধিভঙ্গের জন্য আজ ৪৮৯টি গাড়িকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক।

গতকাল বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়।

গত পরশু ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

Women MPs in reserved seats: How empowered are they really?

Fifty-two years ago, a provision was included in the constitution to reserve seats for women in parliament for a greater representation of women in the legislative body.

11h ago