ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

অবৈধ পথে ভারত গিয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি।
ছবি: স্টার

অবৈধ পথে ভারত গিয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি।

গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ভারতীয় পুলিশ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ফেরত আসাদের মধ্যে তিন জন নারী ও সাত জন পুরুষ রয়েছে। তারা হলেন— রোকসানা খাতুন (১৮), মাহমুদা খাতুন (২০) আয়শা খাতুন (২১), গোলাপ মিয়া (৩৫), সাকিব হোসেন (২৭) রাসেল মিয়া (৩০), নাঈম হোসেন (৩০), খোকন মিয়া (২৮), সাগর হোসেন (৩২) ও সাজু মিয়া (৩২)। তাদের বাড়ি খুলনা, নড়াইল ও নরসিংদী জেলায়।'

রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও পুলিশের কাছ থেকে তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

রাইটস যশোরের এনজিও সংস্থার ফিল্ড অফিসার তৌফিক হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ফেরত আসা বাংলাদেশিরা জানিয়েছেন ভালো কাজের আশায় তারা দালালের খপ্পরে পড়ে ভারতের বেঙ্গালুরু যান। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।'

'অনুপ্রবেশে অভিযোগে আদালত তাদের তিন বছরের জেল দেন। সাজার মেয়াদ শেষে এনজিও সংস্থারা তাদের গ্রহণ করে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তক্ষেপে তাদেরকে দেশে ফেরত আনা হয়।'

Comments