কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ শনাক্ত ৪২ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫০টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ।
করোনা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৫০টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ শতাংশ।

আজ শুক্রবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা বুধবার দিনের বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন।'

'বর্তমানে হাসপাতালে ১৭১ জন করোনা রোগী ও ৪৩ জন উপসর্গ নিয়ে মোট ২১৪ জন ভর্তি রয়েছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ১০২ জন,' যোগ করেন তিনি।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২৬৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় নয় জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে উপসর্গ নিয়ে মারা যান আরও দুই জন। সেসময়ে ৫২২টি নমুনা পরীক্ষায় ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৫৪ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৫৩৯ জন।

এ দিকে, ১৪ দিনের লকডাউনের অষ্টম দিনে শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Troubled NBL offers cash to journalists in snacks box

After the press conference, the bank officials offered packets with snacks to journalists. However, after taking the packet, journalists noticed that it contained an envelope with Tk 5,000 inside

56m ago