অপরাধ ও বিচার

বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলা, চাঁদপুরে আটক ৪৪

সরকারঘোষিত লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলার কারণে চাঁদপুরে খেলোয়ারসহ ৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়।
বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলার কারণে চাঁদপুরে খেলোয়ারসহ ৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। ছবি: সংগৃহীত

সরকারঘোষিত লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ফুটবল খেলার কারণে চাঁদপুরে খেলোয়ারসহ ৪৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মাঠ থেকে তাদের আটক করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

ওসি জানান, আজ জেলা পুলিশ সুপারের নেতৃত্বে শহরের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক মাস্ক পরা, অযথা ঘোরাফেরা বন্ধ করা, দোকানপাট খোলা না রাখা, জনসমাগম নিষিদ্ধসহ জনসাধারণকে সচেতন করতে জেলা পুলিশের কয়েকটি দল বিশেষ অভিযানে নামেন।

এ সময় বিধিনিষেধ অমান্য করে বড় স্টেশন রেলওয়ে আক্কাছ আলী একাডেমি মাঠে একদল খেলোয়াড় ফুটবল খেলার আয়োজন করে। সেখানে এই খেলা দেখতে আরও বেশ কিছু লোক জড়ো হয়। এ সময় সেখানে গিয়ে তাদের আটক করা হয় বলে জানান ওসি।

তবে তিনি জানান, রাতেই আটককৃতদের পরিবারের লোকজনের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

31m ago