সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর

লন্ডনগামী যাত্রীর ফ্লাইট মিস, বিমানকর্মী সাময়িক বরখাস্ত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ওজনের অতিরিক্ত লাগেজ বহন করা নিয়ে জটিলতায় লন্ডনগামী এক যাত্রী ফ্লাইট মিস করেছেন। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সিলেট বিমানবন্দরের এক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে।
ফাইল ফটো

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ধারিত ওজনের অতিরিক্ত লাগেজ বহন করা নিয়ে জটিলতায় লন্ডনগামী এক যাত্রী ফ্লাইট মিস করেছেন। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং সিলেট বিমানবন্দরের এক কর্মীকে প্রত্যাহার করা হয়েছে।

গত ২৮ জুলাইয়ের এই ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে বিমান। বিমানের কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার মনিরুল ইসলামকে এ কমিটির প্রধান করা হয়েছে।

আজ শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত হয়েছেন বিমানের জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার মোকলেসুর রহমান ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার কাওসার আলী মন্ডলকে সিলেট স্টেশন থেকে প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ২৮ জুলাই বিমানের সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রী জামিলা চৌধুরী সিলেট থেকে লন্ডন যাওয়ার সময় তার জন্য নির্ধারিত ৪০ কেজি ওজনের লাগেজ বহনের পরিবর্তে তিনি ৮১ কেজি ওজনের লাগেজ বহন করেন এবং অতিরিক্ত ওজনের জন্য ফি পরিশোধ না করেই বোর্ডিং কার্ড ইস্যুর অনুরোধ করেন।

কিন্তু, তার অতিরিক্ত ওজনের লাগেজের নির্ধারিত ফি পরিশোধ না করায় এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় তিনি ওই ফ্লাইট মিস করেন।

বিষয়টি সিলেট স্টেশন ম্যানেজারের নজরে আসলে তিনি ওই যাত্রীর সুবিধা অনুযায়ী পরবর্তী ফ্লাইটের টিকেট রিশিডিউল করে দেন বলেও জানায় বিমান।

Comments

The Daily Star  | English

Lightning fatalities on the rise

Bangladesh has been witnessing a rise in casualties from lightning mainly due to drastic shifts in weather patterns.

37m ago