কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮ শনাক্ত ৩৩.৯৫ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ ও চার জনের করোনার উপসর্গ ছিল।
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ ও চার জনের করোনার উপসর্গ ছিল।

একই সময়ে ৫৩৩টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ।

আজ রোববার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।'

তিনি জানান, এর আগের ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় তিন জনের। সেসময়ে ১৩২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ।

আব্দুল মোমেন বলেন, 'বর্তমানে হাসপাতালে ২৫০ জন রোগী ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮১৮ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪১৬ জন এবং মারা গেছেন ৫৫৩ জন।'

তিনি আরও জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১০ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে ৯৪ জন।

এ দিকে, আজ ১৪ দিনের লকডাউনের ৯ম দিনে শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে মানুষকে বাধা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

Comments

The Daily Star  | English
World Press Freedom Day 2024

Has Bangladesh gained anything by a restrictive press?

The latest Bangladesh Bank restriction on journalists is anti-democratic, anti-free press and anti-public interest.

8h ago