সিলেট বিভাগে আজ সর্বোচ্চ ৯৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৯

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত শুক্রবার এক দিনে সর্বোচ্চ ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।
Corona BD.jpg
প্রতীকী ছবি। সংগৃহীত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত শুক্রবার এক দিনে সর্বোচ্চ ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুই হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষা করে ৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৮২ শতাংশ।

এর আগে শুক্রবার এক দিনে সর্বোচ্চ ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট জেলায় ৯৭৫টি নমুনা পরীক্ষা করে ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া, সুনামগঞ্জে ৪১২টি নমুনা পরীক্ষা করে ১০৬ জন, হবিগঞ্জে ৭৯২টি নমুনা পরীক্ষা করে ৩৫১ জন ও মৌলভীবাজারে ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সিলেটে ৪০ দশমিক ৯২ শতাংশ, সুনামগঞ্জে ২৫ দশমিক ৭৫ শতাংশ, হবিগঞ্জে ৪৪ দশমিক ৩২ শতাংশ ও মৌলভীবাজারের ৩৬ দশমিক ১৮ শতাংশ।

আজ সকাল পর্যন্ত সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৪০৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ২৮৬ জন, সুনামগঞ্জের ৬৭ জন, হবিগঞ্জের ৩০ ও মৌলভীবাজারের ২২ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪০ হাজার ৪৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজার ৮৪৩ জন, মারা গেছেন ৭০২ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

Schools, Colleges: A reopening that defies heatwave, logic too

The reopening of educational institutions amid the heatwave was marred by two teachers’ deaths and dozens of students becoming sick.

29m ago