মমেক করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১.৬১ শতাংশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় সাত জন এবং উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, জামালপুরের তিন জন, নেত্রকোণার তিন জন এবং গাজীপুরের দুই জন আছেন।

করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের মাহবুব (৪০), মো. আবিদ মিয়া (৪৫), লাইলী বেগম (৫০), হালুয়াঘাট উপজেলার আবুল হোসেন (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আলতার উদ্দিন (৮৫), নেত্রকোণা সদরের রাজা আলী (৭০) এবং মোহনগঞ্জ উপজেলার বিউটি আক্তার (৫০)।

এ ছাড়াও, সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন ময়মনসিংহ সদরের গিয়াস উদ্দিন (৬৫), আব্দুল মজিদ (৫৫), মুক্তাগাছা উপজেলার রবি সেন (৬০), আব্দুল খালেক (৬০), ফুলপুর উপজেলার আব্দুল হাকিম (৭০), সুরুজ আলী (৭০), তারাকান্দা উপজেলার আব্দুল জব্বার (৬৩), ফুলবাড়িয়া উপজেলার মকবুল হোসেন (৬৫), গফরগাঁও উপজেলার নূরজাহান (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল হাই (৭০), জামালপুর সদরের গাজিবুর (৬৫) ও দেওয়ানগঞ্জ উপজেলার আফসার আলী (৬৫), সরিষাবাড়ি উপজেলার সেতারা (৫০), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০), শ্রীপুর উপজেলার মালেকা বানু (৭০) এবং নেত্রকোণা সদরের অলি (১৭)।

এসব তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৩৫ জন এবং আইসিইউতে ২৫ জন চিকিৎসাধীন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬১৭টি নমুনা পরীক্ষায় আরও ৮৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৫৪৭ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০৯ জন।

Comments

The Daily Star  | English
Sundarbans fire: Under control, not entirely doused yet

Sundarbans: All fires in 23 years were confined to only 5pc area

All fires in the Sundarbans over the last 23 years took place in just five percent area of the mangrove forest under the east forest division, said officials concerned.

19h ago