জাপান থেকে ঢাকার পথে অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ডোজ ভ্যাকসিন

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে আজ সোমবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে রওনা হয়।
অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে আজ সোমবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে রওনা হয়। ছবি: সংগৃহীত

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট জাপানের নারিতা বিমানবন্দর থেকে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে আজ সোমবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে রওনা হয়।

আগামীকাল ভ্যাকসিনের এই চালানটির ঢাকায় পৌঁছানোর কথা। এ নিয়ে জাপান এ পর্যন্ত মোট ১৬ লাখ ৪৩ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বাংলাদেশে পাঠালো।

জাপানে বাংলাদেশ দূতাবাসের একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠাবে। এই চালান এরই অংশ।

Comments

The Daily Star  | English
Jobless population falls by 3.47% in three months

Unemployment among men increases

The number of unemployed men increased in the first quarter of this year due to a lack of job opportunities, according to the Quarterly Labour Force Survey (QLFS) released today

5h ago