করোনাভাইরাস

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জন করে চার জনের বাড়ি নেত্রকোণা ও ময়মনসিংহে। বাকি দুই জন দিনাজপুর ও নরসিংদীর বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১১ জনের মধ্যে আট জনই ময়মনসিংহের বাসিন্দা। দুই জনের বাড়ি টাঙ্গাইলে ও একজনের বাড়ি নেত্রকোণায়।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৫৫১ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৫ হাজার ৯৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৬৫ জন।

Comments

The Daily Star  | English

Army now has public trust as it stands by the people: PM

Prime Minister Sheikh Hasina today said the country's army has earned public trust and confidence by standing beside the people

19m ago