ইউরোপ

ইরানকে পারমাণবিক আলোচনায় ফিরে আসার আহ্বান ফ্রান্সের

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইরানকে বিশ্ব শক্তির সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইরানকে বিশ্ব শক্তির সঙ্গে করা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির বিষয়ে পুনরায় আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

এমানুয়েল মাখোঁর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ফোনালাপের পরপরই এ কথা বলা হয়।

রয়টার্স এবং এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

রাইসি ফ্রান্সের প্রেসিডেন্টকে জানিয়েছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় অবশ্যই তেহরানের 'অধিকারের' নিশ্চয়তা দিতে হবে।

ইরানি প্রেসিডেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, রাইসি এক ঘণ্টাব্যাপী ফোনালাপ করেন। তিনি বলেছেন, 'যে কোন আলোচনায় ইরানের জনগণের অধিকার বজায় রাখতে হবে এবং আমাদের জাতির স্বার্থ নিশ্চিত করতে হবে।'

গত সপ্তাহে দায়িত্ব গ্রহণের পর কোনো পশ্চিমা নেতার সঙ্গে এটিই রাইসির প্রথম ফোন কল।

Comments

The Daily Star  | English

There is a reason why daily news has become so depressing

Isn't there any good news? Of course, there is. But good news doesn't make headlines.

9h ago